কেউ ভাবে আমি সফল,
নেই কোনো দুঃখ।

সুখ শান্তি তো পেয়েছি,
এটাই ছিলো লক্ষ্য।

কেউ ভাবে বাড়ি গাড়ি,
করেছি আমি মস্ত।  

এই জীবনে তাই সফল,  
দেখো কত ব্যাস্ত।    
  
কেউ ভাবে আমি সাধু,
সফল তাই জীবনে।

কেউ ভাবে সফল হবে,
জল ঢেলে শ্রাবণে।

কেউ ভাবে আমি চোর ,
সফল তো আমিও।

টাকা ছাড়াও বেনামে,  
আছে প্রচুর জমি ও।

কেউ ভাবে পুজো করে,
সফল আমি ধন্য।

প্রায় দিনই উপোস করি,
পেতে আমি পুণ্য।

সফলতার মানে তাই,  
সবার কাছে ভিন্ন।

কেউ ভাবে দেশের কথা,
কেউ নিজের জন্য।

------©বুম্বা ---------