শিক্ষা মানুষকে শিক্ষিত করে,
মানুষকে বানায় ভদ্র।

হোক না সে কোনো উঁচু জাতির,
কিংবা জাতিতে শুদ্র।

শিক্ষা মানুষকে শিক্ষিত করে,
গঠন করে চরিত্র।

দানব কেও পারে বানাতে মানুষ,
করতে পারলে চেষ্টা চরিত্র।

শিক্ষা মানুষকে শিক্ষিত করে,
দেয় কুসংস্কার থেকে মুক্তি।

কঠিন কাজ কেও সহজে করার,
মানুষকে দেয় শক্তি।

শিক্ষা মানুষকে শিক্ষিত করে,
মস্তিস্ক কে করে উন্নত।

অহংকার ছেড়ে তখন মানুষ,
হয়ে ওঠে পরিণত।

শিক্ষা মানুষকে শিক্ষিত করে,
গড়ে তোলে মূল্যবোধ।

শান্ত থাকতে শেখায় মানুষকে,
অল্পেই যাদের আসে ক্রোধ।