সত্যির থেকে যখন মানুষ,
বলবে মিথ্যা বেশী।
সৎ লোককে তাড়িয়ে দেবে,
যখন কিছু ছদ্মবেশী।
বুঝবে তখন এই কলিযুগের,
হয়েছে শেষের শুরু।
বলে গেছেন ঠিক এই কথাটি,
আমার শিক্ষাগুরু।
তেলা মাথায় তেল দেওয়ার,
যখন প্রচুর লোক পাবে।
আর অন্যায় দেখে গুনিজন,
যখন নীরব রবে।
বুঝবে তখন এই কলি যুগের,
হয়েছে শেষের শুরু।
বলে গেছেন ঠিক এই কথাটি,
আমার শিক্ষাগুরু।
যখন জ্ঞানীগুণী মানুষজনকে,
ফেলা হবে ফাঁদে।
আর কোনো জ্ঞান না থেকেও,
মানুষ বসবে উচ্চ পদে।
বুঝবে তখন এই কলিযুগের,
হয়েছে শেষের শুরু।
বলে গেছেন ঠিক এই কথাটি,
আমার শিক্ষা গুরু।
সারা পৃথিবীতে ছেয়ে যাবে,
যখন শুধুই দুর্নীতি।
নিজেদের স্বার্থের জন্য মানুষ,
করবে দেশের ক্ষতি।
বুঝবে তখন এই কলি যুগের,
হয়েছে শেষের শুরু।
বলে গেছেন ঠিক এই কথাটি,
আমার শিক্ষাগুরু।
পুণ্যের থেকে যখন লোকেরা,
করবে বেশি পাপ।
অন্যের ক্ষতি করতে গিয়ে,
যখন কুড়বে অভিশাপ।
বুঝবে তখন এই কলিযুগের,
হয়েছে শেষের শুরু।
বলে গেছেন ঠিক এই কথাটি,
আমার শিক্ষাগুরু।