তোমার কাছে সাফল্য মানে,
ব্যাংকে মোটা টাকা।
আমার কাছে সাফল্য মানে,
সবার হৃদয়ে থাকা।

তোমার কাছে সাফল্য মানে,
বি এম ডাব্লিউ, অডি।
আমার কাছে সাফল্য মানে,
সব পরিস্থিতিতেই রেডি।

তোমার কাছে সাফল্য মানে,
ঝাঁ-চকচকে বাড়ি।
আমার কাছে সাফল্য মানে,
সৎ পথে চলতে পারি।

তোমার কাছে সাফল্য মানে,
লকার ভর্তি সোনা।
আমার কাছে সাফল্য মানে,
প্রকৃত মানুষ চেনা।

তোমার কাছে সাফল্য মানে,
বিদেশভ্রমণে গমন।
আমার কাছে সাফল্য মানে,
একটা চিন্তা মুক্ত মন।

তোমার কাছে সাফল্য মানে,
বিদেশে গিয়ে থাকা।
আমার কাছে সাফল্য মানে,
দেশকে আগলে রাখা।