ঝরছিল চুল পরছিল টাক,
তখন প্রতিদিন ই।
তাই দেখে বাজার থেকে,
একটা তেল আনি।
শিশির গায়ে লেখা ছিল,
এই আয়ুর্বেদিক তেলে,
ভরে যাবে আপনার মাথা,
ঘন কালো চুলে।
আছে এতে অনেক রকম,
দুর্লভ জড়ি বুটি।
খারাপ কিছু নেই এতে,
সব কিছুই খাঁটি।
বিজ্ঞাপনেও থাকেন যারা,
সব নামি অভিনেতা।
এই সব বলে সাহায্য করেন,
খুঁজতে ওদের ক্রেতা।
সেসব দেখেই ভরসা করে,
আমিও হই বোকা।
সেই তেল লাগিয়ে এখন,
পুরো মাথা ই ফাঁকা।