প্রতিবাদ করলে কিছু জনের,
হবে তোমার ওপর রাগ।
তোমার চরিত্র হনন করে,
লাগাবে তোমার ওপর দাগ।
সকলকে তারা বুঝিয়ে দেবে,
আসলে তুমিই অপরাধী।
প্রচারের জন্য করছো সবই,
তুমি প্রকৃত সুবিধাবাদী।
তোমাকে থামাতে তখন তারা,
করবে মিলিত আক্রমণ।
যতক্ষণ না তুমি চাইছো ক্ষমা,
করছো আত্মসমর্পণ।
কিছু সময়ের জন্য মানুষও,
তখন হবে বিভ্রান্ত।
বুঝতে পারবে না কোনটা সত্যি,
আর কারা করছে চক্রান্ত।
যদিও ধোঁয়াশা কেটে যাবে পরে,
সব কিছু হবে প্রকাশিত।
তখন জানা যায় কোনটা আসল,
আর কোনটা কল্পিত।