তার জন্য আমার এই মন,
তখন ছিল পাগল।
একটু দেখার জন্য হতো,
ব্যাকুল নয়নযুগল।

তার জন্য যেতাম আমি,
তখন খেয়া ঘাটে।
সারাদিন ঘুরে বেড়াতাম,
আমি সবুজ মাঠে।

বয়েস তখন অল্প আমার,
জীবন স্বপ্নময়।
একা একা যায় কি বাঁচা?
মন কাউকে চায়।

তার জন্য তাই ছুটে যাওয়া,
তার জন্যই সব।
তার আসা মানেই জীবন,
আনন্দ উৎসব।

পেতাম না তার দেখা যেদিন,
বসতো না মন কাজে।
সারাদিন খুঁজে বেড়াতাম,
আমি পদব্রজে।

তাকে নিয়েই তখন জগৎ,
যেন বাকি সবাই পর।
ভাবতো লোকে এসব দেখে,
আমায় স্বার্থপর।

ভুলে গেছিলাম এই জীবনের,
কি আমার এম।
এমন ছিল আমার ভালোবাসা,
আমার প্রথম প্রেম।