প্রিয় বন্ধু সে পারে না হতে,
যে থাকে না পাশে।
সাফল্যতে যে হিংসা করে,
যার মনটা ভরা বিষে।
প্রিয় বন্ধু সে পারে না হতে,
মনে দেয় যে ক্ষত।
যতই এখন তোমার সাথে,
কথা বলুক অবিরত।
প্রিয় বন্ধু সে পারে না হতে,
যে দেখায় খুবই ব্যাস্ত।
প্রতি কথায় তোমাকে করে,
যে সদাই অপদস্থ।
প্রিয় বন্ধু সে পারে না হতে,
থাকলেও প্রচুর খ্যাতি।
কোথায় কোনটা বলতে হয়,
যার নেইকো অনুভূতি।
প্রিয় বন্ধু সে পারে না হতে,
শোনে না যে বারণ।
তোমার সব কথা বলে দিয়ে,
যে হয় বিপদের কারণ।
প্রিয় বন্ধু সে পারে না হতে,
যে শুধুই সুযোগ খোঁজে।
অন্যের গুলো না বুঝলেও,
নিজেরটা ভালোই বোঝে।