যার সঙ্গে সেদিন আমার,
পার্কে হলো আলাপ।
প্রেমের দিনে ভাবছি তাকে,
দেবো একটা গোলাপ।
বলবো তাকে ভালোবাসি,
নিয়ে তার নাম।
চাই যে হতে এখন থেকে,
আমি তার ঘনশ্যাম।
বলবো ওগো সুন্দরী মেয়ে,
তুমি তো বুদ্ধিমান।
দাও না তুমি আমাকে তোমার,
মনে একটু স্থান।
থাকবো না হয় সারাজীবন,
তোমার মুখ চেয়ে।
যাবো না ভুলে তোমার থেকে,
ভালো মেয়ে পেয়ে।
মানলে ভালো না হলে আমি,
হবো দেব দাস।
ব্যর্থ প্রেমিক হয়ে আবার,
গড়বো ইতিহাস।