-------------------------------

মিথ্যাবাদী মানুষ গুলোর,
সবাই গুন গায়।

সত্যবাদী মানুষ গুলো,
একাই রয়ে যায়।

মিথ্যাবাদী মানুষ গুলোর,
কথায় কথায় কান্না।

সত্যবাদী মানুষ গুলোকে,
করে লোকে ঘেন্না।

মিথ্যাবাদী মানুষ গুলো,
সদাই করে চক্রান্ত।

সত্যবাদী মানুষ গুলো,
হয় আক্রান্ত।

মিথ্যাবাদী মানুষ গুলো,
হয় নাটক বাজ।

সত্যবাদী মানুষ গুলই,
করে আসল কাজ।