একদিকে চাকরি নেই,
ঘরে ঘরে বেকার।
অন্য দিকে কমছে সুদ,
কমছে দাম টাকার।
মধ্যবিত্ত মানুষগুলোর,
উঠছে নাভিশ্বাস।
ভাবছে তাই ভোট এলে,
কাকে করবে বিশ্বাস।
ক্ষমতায় আসার আগে,
অনেক স্বপ্নই দেখায়।
বেশিরভাগ হয় না সত্যি,
তখন মুখ লোকায়।
জনগণ কে বোকা ভেবে,
যারা চালায় রাজত্ব।
বোঝে না জনগণ ছাড়া,
তাদের নেই অস্তিত্ব।
জনগণ কে তাই যদি,
তুমি দাও ক্ষত।
আজ না হলেও কাল,
হবেই নির্বাসিত।