নিন্দুকেরা তো নিন্দা করবেই,
তাতে তোমার কি?
ভালো কাজ করা ছেড়ো না বন্ধু,
যতই করুক ছি:ছি:।
নিন্দুকেরা তো নিন্দা করবেই,
তাতে তোমার কি?
প্রয়োজন হলে দেখিয়ে দাও,
তাদের তোমার ভেল্কি।
নিন্দুকেরা তো নিন্দা করবেই,
তাতে তোমার কি?
একলা হলেও এগিয়ে চলো,
দিয়ে তাদের ফাঁকি।
নিন্দুকেরা তো নিন্দা করবেই,
তাতে তোমার কি?
সত্যিটা কথা বলো মুখের ওপরে,
যেন আগুনের ফুলকি।
নিন্দুকেরা তো নিন্দা করবেই,
তাতে তোমার কি?
কখনো গায়ে মেখোনা সেসব কথা,
দিলেও তোমায় হুমকি।
নিন্দুকেরা তো নিন্দা করবেই,
তাতে তোমার কি?
তুমি তো জানোই কুকুরের পেটে,
কখনো সহ্য হয় না ঘি।