নেতাজি মানেই একটা স্বপ্ন,
দেশকে স্বাধীন করা।

নেতাজি মানেই বীরের মতো,
ইংরেজ দের সাথে লড়া।  

নেতাজি মানেই দেশের জন্য,
অনেক কষ্ট স্বীকার।  

নেতাজি মানেই ইংরেজদের,  
সব পরিকল্পনাই বেকার।

নেতাজি মানেই যেন দেশপ্রেম,
আর দেশ কে ভালোবাসা।  

নেতাজি মানেই লড়াই করে,
স্বাধীনতা নিয়ে আসা।

নেতাজি মানেই যার মৃত্যু নেই,
শুধু জন্ম দিনটাই আছে।

নেতাজি মানেই হৃদয়ে যিনি,
রয়েছেন আজও বেঁচে।