ভারত মায়ের বীর সন্তান,
তুমি নেতাজী।
তোমার কাছে ছিল না শক্ত,
কোনো কাজই।
মাঝে যদিও ভেবেছিলেন,
হবেন সাধুবাবা।
তবে সারাজীবন করেছিলেন,
তিনি দেশসেবা।
আই সি এস পরীক্ষায় একবার,
তিনি হলেও চতুর্থ।
চাকরির নামে গোলামী করাতে,
ইংরেজরা হয় ব্যার্থ।
দেশের জন্য অনেকবারই,
করলেও উপোস।
অন্যায়ের সঙ্গে কখনোই তিনি,
করেন নি আপস।
লড়াই করে থামিয়ে ছিলেন,
ইংরেজদের রথ।
দেখিয়েছিলেন ভারতবাসীকে,
স্বাধীনতার পথ।
সেই পথ ধরেই ভারতবর্ষ,
হয়েছিল স্বাধীন।
না হলে হয়তো আজও দেশ,
থাকতো পরাধীন।