নতুন বছর স্বাগত তোমায়,

সবাই থাকুক সুখে।

আনন্দে কাটুক প্রতিটা দিন,

হাসি থাকুক মুখে।

প্রার্থনা করি রোগ জীবাণু,

ধ্বংস হোক সব ই।

অনাহারে যেন মৃত্যু না হয়,  

এটাই হোক দাবী।

কষ্ট গুলো সব থাকুক দূরে,

পারে না যেন ছুঁতে।

ইচ্ছা গুলো সব পূর্ণ হোক,

চাইছ যা পেতে।

উৎসবে সবাই থাকুক মেতে,  

সারাটা বছর ধরে।

সুখ ও শান্তি বিরাজ করুক,

আজকে সবার ঘরে।

--------©বুম্বা ---------