মুখের কথা ফেরানো যায় না,
চাইতে হয় ক্ষমা।

যতই সে তোমায় ভালবাসুক,
হোক প্রিয়তমা।

মুখের কথাতেই হয় ভাব,
কখনো কখনো আড়ি।

মুখের কথাতেই হয় ঝগড়া,  
কখনো মারামারি।

মুখের কথাতেই যায় বোঝা,
চাইছ তুমি কাকে।

মুখের কথাতেই ভালো খারাপ,  
বিচার করে লোকে।

মুখের কথাতেই বিশ্বাস করে,  
পরে মানুষ ফাঁদে।

মুখের কথা লাগলে খারাপ,  
তখন মানুষ কাঁদে।

মুখের কথা শুনে হয় লাল,    
কখনো কখনো রাগে।

মুখের কথা তাই বড্ড দামি,
ভাবুন বলার আগে।