আমরা তবু ভালো আছি,
খেয়ে দেয়ে আজ ঘরে।
কষ্ট এখন তাদের ই বেশি,
যারা রাস্তায় কাজ করে।
চিন্তায় আজ রয়েছে ওরা,
আগে চালাতো যারা অটো।
রিক্সা আর ভ্যান চালাতো,
যারা চালাতো বাস টোটো।
কাজ বন্ধ আজকে সবার,
জীবনে নেমেছে অন্ধকার।
মিলিয়ে গেছে তাই যে হাসি,
আজ অভাব বড়ই টাকার।
চলবে কদিন কেউ জানে না,
কোনো নেই যে আশার বাণী।
চারিদিকে তাই শুধুই আতঙ্ক,
তার সাথে মৃত্যুর হাতছানি।
----------©বুম্বা----------