মেয়েরা নয়কো পুতুল,
নয় যে ওরা দাসী।

প্রেমে পরে অনেকেই,
দেখে ওদের হাসি।

স্বপ্ন দেখে দাঁড়াবে ওরা,
নিজেদের পায়ে।

সংসারের খরচা চালাবে,
নিজেদের আয়ে।

বিয়ে যখন করে ওরা,
ছেড়ে আসে ঘর।

শশুর বাড়িতে গিয়ে তবু,
হয়ে যায় পর।

সারাজীবন সহ্য করে,
লুকিয়ে কষ্ট বুকে।

ওরা আছে বলেই তাই,
থাকি আমরা সুখে।