মদ খেয়ে মাতলামো করে,
যারা দিন রাত।
বারণ করলে যারা আবার,
গায়ে তোলে হাত।
তাদের সবাই বলে মাতাল,
দেখে ঘৃণার চোখে।
তারা ভাবে মদ না খেয়ে,
ভুল করছে লোকে।
তাদের যুক্তি মদ খেলে,
বলে সত্যি কথা।
দূর হয়ে যায় মনের মধ্যে,
আছে যত ব্যাথা।
অনেকে আবার যুক্তি দেয়,
হয় চাঙ্গা অর্থনীতি।
বোঝে না এতে শরীরের,
হয় কত ক্ষতি।
সাময়িক আনন্দ পেতে,
পরিবার কে দেয় কষ্ট।
বোঝে না এতে সমাজে,
হয় মানসম্মান নষ্ট।
বোঝে না ওরা এসব খেলে,
হাসপাতালই গতি।
আর সেখানে কষ্ট পেয়ে,
হয় জীবনের ইতি।