মানুষ চেনা বড্ড কঠিন,
আজকের এই দিনে।
যায় না বোঝা মুখটা দেখে,
কার কি আছে মনে।
বেশিরভাগ মানুষ ই আজ,
থাকে মুখোশ পরে।
বলবে কথা অনেক কিছুই,
যাবে যখন দূরে।
করতে পারে ওরা ছলনা ও,
সুজন সেজে এসে।
তোমার সাথে আলাপ করে,
তোমার সাথে মিশে।
ওই নকল হাসি দেখে তাই,
যেও নাকো ভুলে।
যতই বলুক ভালো কথা,
ঠকাবে সুযোগ পেলে।