মাংস হলে লাগে না আর,
অন্য তরকারি।
এক দৌড়ে এসে যাই,
সেদিন আমি বাড়ি।
ঝোল আলু দিয়ে খেতে,
দারুন লাগে ভাত।
তখন আমি খেয়ে ফেলি,
চেটে পুটে হাত।
মাংস হয় প্রতি রবিবার,
একদিন সপ্তাহে।
বাকি দিন থাকি আমি,
মাছ ডিম খেয়ে।
কচুরি মিষ্টি খাই যতই,
সেই দিন সকালে।
মনটা খারাপ হয়ে যায়,
মাংস না খেলে।
খাসির হোক বা মুরগির,
মন একটা চায়।
তা না হলে মনে হয় যেন,
দিনটা রবিবার নয়।