_______________

ফুল হয়েই ফুটে ছিলো,
ওরা সবাই গাছে।

সুতো দিয়ে বানাতে মালা,
আনলে তুমি কাছে।

একটা একটা করে ফুল,
ডুবিয়ে একটু জলে।

সুতো দিয়ে গেঁথে তাদের,
মালার আকার দিলে।
  
গাঁথতে গাঁথতে বড় হলো,
সেই ফুলের মালা।

রাখলে তুমি যত্ন করে,
দিয়ে একটু দোলা।

সেই মালার ফুল গুলো,
এখন থাকে সুখে।

সবাই মিলে ঝাঁপিয়ে পরে,
একে অন্যের দুঃখে।