তুমি না থাকলে এই জীবন,
হতো না এতটা মধুর।
তুমি না থাকলে মানুষ গুলো,
হয়ে যেতো নিষ্ঠুর।
তুমি না থাকলে পৃথিবীতে,
কে আর আনতো বলো?
তুমি না থাকলে থাকতো না,
মায়া মমতা শব্দ গুলো।
তুমি না থাকলে হাতটা ধরে,
কে আর শেখাতো চলা?
তুমি না থাকলে এতো সুন্দর,
হতো না ছেলেবেলা।
তুমি না থাকলে হাতে করে,
কে আর খাইয়ে দিতো?
তুমি না থাকলে মানুষ গুলো,
হয়তো যন্ত্র হতো।
তুমি না থাকলে স্নেহের চুম্বন,
কে আর দিতো গালে?
তুমি না থাকলে হতো দুর্গতি,
আমাদের সবার কপালে।
-------©বুম্বা --------------