লকডাউনের মানে এবার,  

সব কিছুই খোলা।

সরকারের দায়িত্ব শুধুই,
  
সতর্ক থাকতে বলা।

লকডাউনের মানে এবার ,
  
যাও তুমি কাজে।

আর কদিন কাটাবে ছুটি,  
  
বাড়িতে বাসন মেজে?

লকডাউনের মানে এবার,

যেতে পারো রেস্তোরায়।

করোনা কে নিয়েই বাঁচো,

পেয়ো না আর ভয়।  

লকডাউনের মানে এবার,

তুমি যতই যাও রেগে।

জীবনের থেকে অর্থনীতি,  

আজকের দিনে আগে।