লক ডাউনে এখন সবাই,
রয়েছে ঘরে বন্ধ।
এর মধ্যেও বাবু রা সবাই,
করছে আনন্দ।
এতদিন ছুটি পাবে না জানে,
কোনদিন এর পরে।
প্রতিদিন ই তাই নতুন খাবার,
হচ্ছে এখন ঘরে।
খাচ্ছে ওরা মাংস পোলাও,
টিফিনে ঝালমুড়ি।
আর বিছানাতে শুয়ে শুয়ে,
বাড়াচ্ছে এখন ভুঁড়ি।
গরিব মানুষরা অন্যদিকে,
পেয়ে কিছুটা অন্ন।
সবাই মিলে দিন কাটাচ্ছে,
দুবেলা খেয়ে সামান্য।
মধ্যবিত্ত দের জন্য আছে,
শুধু পুলিশের লাঠি।
সংসার চালাতে তাই ওদের,
বিক্রি হচ্ছে ঘটি বাটি।