লকডাউন মানে হলো,
বসে থাকুন ঘরে।
বাইরে বেরন একমাত্র,
খুব ই দরকারে।
লক ডাউন মানে হলো,
সামাজিক দূরত্ব।
করোনা কে হারিয়ে দিয়ে,
দেখান বীরত্ব।
লক ডাউন মানে হলো,
ঘরে সময় দেওয়া।
সাবান দিয়ে হাত ধুয়ে,
তবেই কিছু ছোঁয়া।
লক ডাউন মানে হলো,
নিয়মগুলো মানা।
টিভি আর নেট থেকে,
সঠিক তথ্য জানা।
লক ডাউন মানে হলো,
করোনা থেকে মুক্তি।
ঘরে থেকে প্রমান করা,
আপনার দেশ ভক্তি।
-----©বুম্বা --------