চলুন সবাই কুড়ি বছর,
পরের কথা ভাবি।

যখন আমরা বৃদ্ধ হবো,
বদলে যাবে সবই।

খেতে হবে সকাল সন্ধ্যা,
হাজার রকম ওষুধ।

যতক্ষণ না হচ্ছি আমরা,
মরে গিয়ে ভূত।

শুনতে যতই লাগুক এটা,
আপনার অদ্ভুত।

রাখলে টাকা থাকবে না,
ব্যাঙ্কে তখন সুদ।

আপনাকে বরং দিতে হবে,
উল্টে কয়েক আনা।

এখন যেমন রাখলে লাগে,
লকারে তে সোনা।

সুবিধা অনেক বাড়বে এটা,
যেতেই পারে ভাবা।

তবে বিনাপয়সায় থাকবে না,
কোনো পরিষেবা।