করোনার গ্রাফ আবার উর্ধমুখী,
দেশের মানুষ তাইতো দুঃখী।
এই নতুন বছরও দিল না সুখ,
দিলো অনিশ্চয়তা আর অসুখ।
বছরের শুরুতে মানুষের চাওয়া,
পিকনিক ও বেড়াতে যাওয়া।
করোনার প্রকোপে সবই বন্ধ,
কারো মনেতে তাই নেই আনন্দ।
চারিদিকে আজ আতঙ্কের ছায়া,
যেন করোনা সত্যি বাকি মায়া।
ঘুরে ফিরে তাই সে আসে আবার,
মানুষ গুলো যেন তার খাবার।
এদিকে ভেঙে পরছে শিক্ষা ব্যবস্থা,
চাকরি ব্যাবসারও খারাপ অবস্থা।
দেশের অর্থনীতির বসেছে চাকা,
বাড়ছে ডলার আর পরছে টাকা।
কেউ জানেনা এটা চলবে কদিন,
আসবে দেশে আবার কবে সুদিন?