কলি যুগের মানুষ গুলো,
একটু আলাদা।

একে অন্যকে কখনোই,  
দেয় না মর্যাদা।

কলি যুগের মানুষ গুলো,
হয় না কখনো কারো।

তিরিশ বছর বয়েস হলেও,
বলে আঠারো।

কলি যুগের মানুষ গুলোর,
সব কিছুতেই স্টাইল।

সব সময় থাকে ওদের,
হাতে মোবাইল।

কলি যুগের মানুষ গুলো,
মুখে মাখে মেকাপ।

আর ছোট ছোট কারণেই,
করে ওরা ব্রেকাপ।

কলি যুগের মানুষ গুলো,
আসলে খুবই বোকা।

মা বাবাকে তাড়িয়ে দিয়ে,
থাকে একা একা।