এমন কিছু মানুষ আছে,
মুখে খুব ই মিষ্টি।
যারা সামনে করে প্রশংসা,
দেয় আড়ালে কুদৃষ্টি।
আবার কিছু মানুষ আছে,
বলে উচিৎ কথা।
সেসব শুনে সবাই ভাবে,
খারাপ ওর মাথা।
কিছু মানুষ এমনও আছে,
ঢোকায় মনে বিষ।
মন টা কে বিষিয়ে বলবে,
আবার আসিস।
কিছু মানুষ কে দেখবে,
যেচে করবে সাহায্য।
সুযোগ পেলেই ঠকাবে ওরা,
তুমি যদি না বোঝো।
সব শেষে বলি তাদের কথা,
যারা কম ই জন্মান।
দেশের জন্য দেন জীবন,
যারা সত্যিই মহান।
------©বুম্বা ----------