ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও,
মুখে তোমার হাসি।

তোমার বলিদান আজও,
ভোলেনি দেশবাসী।

অত্যাচারের দিতে জবাব,
তোমার ওই আত্মহুতি।

স্বদেশী আন্দোলনকে তখন,
দিয়েছিলো গতি।

কেঁপে উঠেছিল ইংরেজরা,
পেয়েও ছিলো ভয়।

বুঝেছিল যে করলে শোষণ,
পরিনাম কি হয়।

আজও তাই বিরাজ করো,
তুমি আমাদের মনে।

প্রণাম করি তাই তোমাকে,
তোমার জন্ম মৃত্যুদিনে।