গায়ের রং টা যদিও কালো,
মেয়ে টা ছিল দেখতে ভালো।

স্বপ্ন ছিল বিশ্ব সুন্দরী হওয়া,
বিশ্ববাসী কে চমকে দেওয়া।

নাম যখন ও কোথাও দিতো,
অনিচ্ছা সত্ত্বেও হয়তো নিতো।

থাকতো সবাই ওর মুখ চেয়ে,
বিশ্ব সুন্দরী হবে কালো মেয়ে?

বিশ্বাস ই এটা হতো না কারো,
এমন কি যে ওর পরিচিত তারও।  

তবু মেয়েটা ছিল আত্মবিশ্বাসী,
বলতে গেলে ও খুবই সাহসী।

বিশ্ব সুন্দরী তো হয় রূপে গুনে,
অনেক রকমের নিয়ম মেনে।

কি এসে যায় তাই হলে কালো?
একদিন সেই সুযোগ ও এলো।

সবাইকে সেদিন দিলো জবাব,
ব্রম্ভান্ড সুন্দরীর পেয়ে খেতাব।