খুঁজলে তুমি পেয়ে যাবে,
আজও কিছু কালিদাস।

নিজের ডাল কেটে দিয়ে,
যারা ডেকে আনে সর্বনাশ।

যতটা জানি সে বোকা ছিল,
ছিল না একদম বুদ্ধি তার।

বোঝে নি তাই কাটলে পরে,
খেতে হবে তাকেই আছাড়।

এমন লোক এখনও পাবে,
হয়তো বোকা নয় অতটা।

ইতিহাসের ওই কালিদাস,
তখন বোকা ছিল যতটা।

তবুও তারা বোকামি করে,
দেখাতে গিয়ে বাহাদুরি।

সাজানো বাগান নষ্ট করে,
আর ক্ষতি করে নিজেরই।