যতই তুমি এখন আমায়,
ভালোবাসি বলো না।
আমার কিন্তু মনে হয়,
এই সবই যেন ছলনা।
বাসে ট্রেনে এখনো তুমি,
খোঁজো দেখি মিনিস্কার্ট।
তাদের দিকে চেয়ে থেকে,
করো তুমি আমায় হার্ট।
সুন্দরী তো আমিও খুবই,
ওদের দেখে কি পাও?
সব পোশাক ই পরতে পারি,
যেগুলো তুমি দেখতে চাও।
ভালো যদি আমায় বাসো,
থাকবে না আর তাকিয়ে।
আমায় ছাড়া অন্যদের,
দেখবে না আর লুকিয়ে।