যেদিন আমি স্বর্গে যাবো,
দেখিস সেদিন তোরা।
আমায় নিতে স্বর্গ থেকে,
আসবে অপ্সরা।
আমার জন্য আনবে ওরা,
বিশাল একটা রথ।
হাত টা ধরে নিয়ে যাবে,
দেখিয়ে আমায় পথ।
স্বর্গে যখন পৌঁছাবে রথ,
ওরা জানাবে স্বাগত।
স্বর্গ টা কে দেখবো ঘুরে,
আমি নিজের মতো।
ভালো মন্দ খাবার খাবো,
শুনবো তখন গান।
ধরার জন্য থাকবে না কেউ,
তখন আমার কান।
আনন্দ তে থাকবো আমি,
সারা দিন রাত।
আমায় দেখে তখন সবাই ,
হবে কুপোকাৎ।