মা-বাবার বড় আদরের,
ছিল এক ছেলে।
কষ্ট পেতো সেই বাবা- মা,
ওর চোখে জল এলে।

কিন্তু সেই ছেলেই বড় হয়ে,
যখন করে বিয়ে।
পাল্টে যায় সে পুরোপুরি,
নতুন বউ পেয়ে।

বাবা মা কে বার করে দেয়,
ছেলে গুণধর।
হয়তো হতে সে চেয়েছিল,
এক আদর্শ বর।

বাবা মায়ের সকল অবদান,
গিয়ে ও ভুলে।
ভেবেছিল থাকবে সুখে,
নিয়ে বউ -ছেলে।

কিন্তু বড় হলো যখন ছেলে,
ঘরে এলো বৌমা।
মনে মনে বাবা-মায়ের কাছে,
সে চাইলো ক্ষমা।

হয়েছিলো তারও যে সেই,
একই পরিণতি।
ধীরে ধীরে সম্পর্কের যখন,
হয় অবনতি।

তাই ভেবো না বাবা- মাকে,
কখনোই বোঝা।
না হলে একদিন তোমাকেও,
পেতে হবে সাজা।