কবিগুরুর অমর সৃষ্টিকে,
  
এখন বিকৃত করছে যে।

ঘুরছে দেখি বুক ফুলিয়ে,
  
ধরা পরছে না কো সে।

নোবেল টা আগেই গেছে ,

এবার হচ্ছে চুরি গান।

এই ভাবেই এক এক করে,  

যাবে বাঙালির সম্মান।  

প্রশাসন ও আজ নিশ্চুপ,

বুদ্ধিজীবীরাও সব ঘরে।
  
করছে তাই সে চ্যালেঞ্জ,
  
দম থাকলে দেখাও ধরে।

সময় হয়েছে তাই এখন,

যতই থাক ভিন্ন মতবাদ।

গর্জে ওঠো সবাই মিলে,  

আবার হোক প্রতিবাদ।