ভাবছি এবার দুর্গা পুজোয়,
থাকবো আমি ঘরে।

যাবো না বেড়াতে কোথাও,
কাছে অথবা দূরে।

টিভিতেই দেখবো ঠাকুর,
যতটা দেখা যায়।

সত্যি সত্যি অবশ্য যদি,
পুজোটা এবার হয়।

নিয়ম মেনে হয়তো হবে,  
দুই একটাই পুজো

বেশিরভাগ জায়গায় তাই,
বাঁশ পরে নি আজও।

নতুন জামা কাপড় কিছুই,  
কিনবো না এবার।

বাড়িতে বসে সবাই বরং,
খাবো ভালো খাবার।

জানি এটা ভাবলে সবাই,  
হবে অর্থনীতির ক্ষতি।

তবু বাড়িতে থাকাই উচিৎ,  
থাকলে একই পরিস্থিতি।