ধর্ষণ নিয়ে যখন রাজনীতি হয়,
বোঝে না কেউ ব্যাথা।

বিচার পেতে তখন ঘুরে বেড়ায়,
ধর্ষিতার পিতা মাতা।

বিরোধীরা ভাবে এটাই সুযোগ,
জিততে হলে ভোটে।

দল বেঁধে তারা তখন সবাই,
দেখতে ওদের ছোটে।

শাসক ভাবে এই রকম ঘটনা,
প্রতিদিনই তো ঘটে।

তাই ছোট্ট একটা ঘটনা নিয়ে,
নেমে পরেছে মাঠে।

যদিও মিডিয়া এইসব ক্ষেত্রে,
দায়িত্ব পালন করে।

তবে তাদের খবরের গুরুত্ব,
বোঝতে নেমে পরে।

ধর্ষিতার কথা ভাবেনা কেউ,
শোনা হয়না তার দাবী।

জানে মানুষ সব ভুলে যাবে,
কিছুদিন পরে সবই।