উচ্চ শিক্ষিত হও না যতই,
যতই ব্যাস্ত থাকো কাজে।
হতে পারো তুমিও ধর্ষিত,
আজকের এই সমাজে।
যুবতী হোক অথবা শিশু,
কারোর যেন নেই ছাড়।
ধর্ষণের মতো ঘটনা তাই,
ঘটেই চলেছে বারবার।
ফাঁসির কাঠে ঝুলতে হবে,
জানা থাকলে এই শাস্তিটা।
ধর্ষণ করে মারার আগে,
কাঁপবে নিশ্চই দুটো পা।
মোমবাতি তাই জ্বালিয়েও,
ফেরানো যাবে না চেতনা।
শাস্তি টা আগেই কড়া হলে,
হয়তো এতো প্রাণ যেত না।
-------©বুম্বা -----------