দাওনা মা একটু ছুটি,
বাইরে গিয়ে খেলি।

সব বন্ধু মিলে আমরা,
মনের কথা বলি।

দাওনা মা কিছু পয়সা,
কিনবো ব্যাট বল।

কিছুক্ষন খেলবো মাঠে,
বানিয়ে আমরা দল।

দাওনা মা আমায় তুমি,
তোমার মনের জোর।

খেলায় যেন করতে পারি,
আমি ভালো স্কোর।

দাওনা মা আমায় তুমি,
একটু আশীর্বাদ।

লড়তে যেন আমি পারি,
পাই জেতার স্বাদ।

দাওনা মা পরিয়ে আমায়,
কপালেতে তিলক।

কেউ যেন না ভাবে আমায়,
এখনো ছোট বালক।