করোনা ভাইরাসের আতঙ্কে,

এখন কাঁপছে পৃথিবী।

চীন থেকেই ছড়িয়েছে রোগ,

সবাই করছে দাবি।

সব কিছুতেই ফেলেছে প্রভাব,

চারিদিকে হাহাকার।

সব দেশই তাই করছে বন্ধ,

আজ নিজেদের দ্বার।

উন্নত হোক বা অনুন্নত দেশ,

সবাই গেছে হেরে।

প্রতিদিনই তাই মরছে মানুষ,

সারা বিশ্ব জুড়ে।

কোনো ওষুধ ই নেই যে এর,

সচেতনতা ই পথ।

ডাক্তার হোক বা  বিশেষজ্ঞ,

সবার একই মত।

ধনী হও বা গরিব মানুষ,

হওনা তুমি যেই।

সাবধানে আজ থাকতে হবে,

এছাড়া উপায় নেই।