---------------------
ছেলেটা আজও বেকার,
পায়নি চাকরি কোনো।
দশটা বছর হয়ে গেলো,
ছেড়েছে পড়াশুনো।
স্বপ্ন তবু আজও দেখে,
একটা চাকরি পাবে।
জীবনে একদিন নিশ্চই,
সে প্রতিষ্ঠিত হবে।
গাড়ি বাড়ি থাকবে তার,
থাকবে অনেক টাকা।
কোনদিনই ওর পকেট,
হবে নাকো ফাঁকা।
কিন্তু সে সব স্বপ্ন আজও,
স্বপ্নই রয়ে গেছে।
কোনরকমে দুমুটো খেয়ে,
বেঁচেই শুধু আছে।