শাশুড়ি আমার খুব ই বাজে,

খোঁটা দেয় ও প্রতিটি কাজে।

সকালে হলে উঠতে দেরি,

গাল দেয় ও আমি ও লড়ি।

ওর সঙ্গে যখন ঝগড়া হয়,

বর আমার দেখি চুপ ই রয়।

শাশুড়ি তবু ও প্রায়ই বলে,

বর কে না কি টেনেছি দলে।

কোনো জিনিসের নেই দাবী,

দোষ তবু হয় আমার সব ই।

সকাল থেকে চলে এই খেলা,

শাশুড়ি মেটায় গায়ের জ্বালা।

ননদ ও আমার বেজায় পাজি,

তাকিয়ে থাকে ও যখন সাজি।

সব কিছুতেই দেখি নিন্দা করে,

যখন আসে ও আমাদের ঘরে।

শশুর মশাই তবু একটু ভালো,

শাশুড়ির মতো নয় প্যাঁচালো।

কথায় কথায় করে না ঝগড়া,

শাশুড়ির মতো দেয় না ব্যাগড়া।