মরছে মানুষ মরুক গিয়ে,
তাতে কি যায় আসে?

একদিন তো যেতেই হবে,
বাঁচুন এই বিশ্বাসে।

বাড়বে দাম প্রতিদিনই,
পেট্রল ও ডিজেলের।

কিনতে না পারলে চালান,
সাইকেলটা ছেলের।

বলেনি কেউ কিনতে হবে,
জিনিস পত্র দামী।

জেলে গেলেও পাবেন খেতে,
শুধু হতে হবে আসামী।

কিনতে না পারলে জামা,
পরুন জামা ছেঁড়া।

লোককে বলুন এটাই স্টাইল,
এটাই এখন সেরা।

এর পরেও লাগলে খারাপ,
থাকলে কিছু শঙ্কা।

টিভিটা খুলে কিছুক্ষন ধরে,
দেখুন শ্রীলংকা।

চিন্তাধারা এখন যাদের এমন,
তারাই বাঁচার যোগ্য।

তা না হলে এই সংসার ছেড়ে,
নিতে হবে বৈরাগ্য।