ইংলিশ মিডিয়ামে পড়েনি,
যারা বাংলা মিডিয়ামে পাস।

ইংরেজি মানে তাদের কাছে,
জানবে আস্ত একটা বাঁশ।

ব্যতিক্রম যদিও কিছু থাকে,
যারা স্কুলের ভালো ছেলে।

সব প্রশ্নের সঠিক উত্তর,
একমাত্র যাদের কাছে মেলে।

ওরা বাদে বেশিরভাগ ছেলেই,
দেখবে ইংরেজিতে কাঁচা।

বলতে গিয়ে আটকে গেলে,
তাদের লোকেরা দেয় খোঁচা।

যদিও তাদের ছোট বেলায়,
ভালো করে পড়ানো হয় টেন্স।

তবু বারোটা বছর স্কুলে গিয়েও,
ওদের আসে না কনফিডেন্স।