প্রতিদিনই মরছে মানুষ,
বাড়ছে সংক্রমণ।

সতর্ক তবুও হয়নি দেখি,
এখনো মানুষজন।

মাস্ক ছাড়াই ঘুরছে পথে,
এমন অনেককে পাবে।

আর কতো প্রাণ গেলে,
সাবধান এরা হবে?

চারিদিকে হলেও প্রচার,
ঢুকছে না কানে।

বুঝবে যেদিন নিজেই,
সে যাবে স্মশানে।

কমবে না তাই এইভাবে,
বরং বেড়েই যাবে।

স্বপ্নগুলো এক এক করে,
সব ই ভেঙে দেবে।

সাবধান তাই হতেই হবে,
আগামী ছয় মাস।

না হলে আগামী দিনে,
হবে আরো সর্বনাশ।