এই দুনিয়ায় থাকতে কেউ ই,
চায় না একা একা।
খুঁজলে কারণ হয়তো পাবেন,
একটা লম্বা তালিকা।
কারোর একা থাকার কারণ,
যদি জানতে চাও তুমি।
মন দিয়ে তাকে বুঝতে হবে,
ছেড়ে গোয়ার্তুমি।
যদিও বলা যায় বাধ্য হয়েই,
থাকে একা একা।
না হলে আজকের মানুষ,
নয় যে এতটা বোকা।
আত্মসম্মান যে সবার আছে,
এটা বোঝে না অনেকে।
এটাও কিন্তু একটা বড় কারণ,
জানবেন আজকে।
ক্রমাগত অপমানিত হতে হতে,
যখন ভাঙে সহ্যের বাঁধ।
তখন ই মানুষ নিতে বাধ্য হয়,
একা থাকার স্বাদ।
তাই এই দুনিয়ায় থাকতে কেউ ই,
চায় না একা একা।
খুঁজলে কারণ হয়তো পাবেন,
একটা লম্বা তালিকা।