তোমায় আজ খোঁটা দেবে,
যে মানুষগুলো।
মৃত্যুর পর তারাই দেখবে,
বলবে তোমায় ভালো।
বলতো যে সব কথা ওরা,
আগে হিংসায়।
দেখবে সবই বদলে গেছে,
এখন প্রশংসায়।
দুনিয়া টা তাই বড়ই অদ্ভুত,
নেই যে কথার ঠিক।
সবাই ভাবে নিজেকে চালাক,
আর খুবই আধুনিক।
লজ্জা আজ আর নেই ভূষণ,
সব দিয়ে বিসর্জন।
অন্যের হাতে নিজেকে তাই,
করছে সমর্পণ।
লিপ্ত হচ্ছে অনেক মানুষ ই,
এখন ঘৃণ্য কাজে।
একটু বেশি ভালো থাকতে,
আজকে সমাজে।