কাজে যারা ব্যাস্ত থাকো,
    
সময় যাদের অল্প।

এই সুযোগে ঘরে বসে,

করো একটু গল্প।

বউ ও তখন খুশি হবে,
  
খুশি হবে পরিবার।

করোনার ও তখন হবে,

দেখবে তুমি হার।

সবেতন যারা পাচ্ছো ছুটি,

যা ভাবা যায় না।

এর পরও বাইরে যাওয়ার,

কেন করো বায়না?
  
দেশের জন্য কয়েক দিন,

থাকলে পরে ঘরে।

দেখবে তখন এই করোনা,

যাবে চিরতরে।

--------©বুম্বা ---------